১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


অপোর চমক

-

বিশ্বব্যাপী ফোল্ডেবল স্মার্টফোনের পর অদূর ভবিষ্যতে রোলেবল স্মার্টফোনের যুগ শুরু হতে যাচ্ছে, এবার তারই নমুনা দেখাল অপো। স্মার্টফোন নির্মাতা কোম্পানিটি গত মঙ্গলবার চীনের শেংঝেনে আয়োজন করে নিজেদের উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শনের বার্ষিক অনুষ্ঠান অপো ইনো ডে ২০২০। এ অনুষ্ঠানে তিনটি নতুন কনসেপ্ট প্রোডাক্ট দেখিয়েছে অপো। যার মধ্যে রয়েছেÑ রোলেবল ডিসপ্লে সুবিধার অপো এক্স ২০২১ স্মার্টফোন, অগমেন্টেড রিয়েলিটির (এআর) নতুন গ্লাস এবং সাইবরিয়েল এআর অ্যাপ।
অপো এক্স ২০২১ মডেলের কনসেপ্ট ফোনটি রোলেবল ডিসপ্লের প্রযুক্তির স্মার্টফোন। এ ফোনের ডিসপ্লে গুটিয়ে ছোট করে নেয়া যাবে এবং প্রয়োজনে বড় করা যাবে। এ ফোনের স্ক্রিন সাইজ ৬.৭ ইঞ্চি, কিন্তু তা টেনে ৭.৪ ইঞ্চি বড় করা যায়। ফ্লেক্সিবল ডিসপ্লে এবং স্ট্রাকচারাল স্ট্যাকিংয়ের ক্ষেত্রে অপোর গবেষণা ও উন্নয়নের সর্বশেষ অর্জন এই ফোন, যা ব্যবহারকারীদের আরো ন্যাচারাল ইন্টারেক্টিভ অভিজ্ঞতা দেবে। কনসেপ্ট হ্যান্ডসেটটিতে অপোর তিনটি প্রোপ্রাইটারি টেকনোলজি রয়েছে।
অপোর নতুন সিপ্লট ডিজাইনের অগমেন্টেড রিয়েলিটির (এআর) গ্লাস কমপ্যাক্ট ও আল্ট্রা-লাইট। এ ডিভাইসটির আগের মডেলের চেয়ে ৭৫ শতাংশ হালকা। এআর গ্লাস ২০২১ তৈরিতে বার্ডবাথ অপটিক্যাল সল্যুশন মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীদের অসাধারণ অভিজ্ঞতা দেবে। পাশাপাশি এতে ডাইভার্স সেন্সর রয়েছে। এ ছাড়াও রয়েছে স্টেরিও ফিশআই ক্যামেরা, ওয়ান টিওএফ সেন্সর এবং একটি আরজিবি ক্যামেরা।
রিয়েল টাইম, স্পেশাল ক্যালকুলেশন টেকনোলজি-ভিত্তিক সাইবরিয়েল এআর অ্যাপ হাই-প্রিসিশন লোকালাইজেশন ও সিন রেকগনিশনে সক্ষম। এটি অপোর তিনটি মূল প্রযুক্তি সমর্থন করে। এগুলো হলোÑ অ্যাকুরেটলি রিকনস্ট্রাকটিং দ্য ওয়ার্ল্ড টু দ্য সেন্টিমিটার, রিয়েল টাইম হাই-প্রিসিশন লোকালাইজেশন ও অপো ক্লাউড।


আরো সংবাদ



premium cement
অপরাজেয় থেকেই বুন্দেসলিগার শিরোপা বুঝে নিল লেভারকুসেন যুদ্ধের সময় নিখোঁজ হাজার হাজার মানুষের ভাগ্য সম্পর্কে শ্রীলঙ্কাকে স্পষ্ট জানাতে হবে : জাতিসঙ্ঘ অনুমোদন ছাড়া কিভাবে ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রি করছিল কোম্পানিগুলো সরকারি কেন্দ্রে কৃষকেরা ধান বেচতে পারে না, লাভ খাচ্ছে দালালরা গরুর নাম উড়াল সড়ক, ওজন ৩৫ মণ ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে! বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ

সকল